E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চট্টগ্রাম বনপ্রহরী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

২০১৪ জুন ৩০ ২০:২৩:৩৪
চট্টগ্রাম বনপ্রহরী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ বন বিভাগের আওতাধীন বনপ্রহরী কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার চট্টগ্রাম নন্দনকাননস্থ বন পাহাড়ে সমিতির ২০১৪-১৫ সালের জন্য এক বছর মেয়াদে নতুন কমিটি নির্বাচিত করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে কর্মরত মো. গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগে কর্মরত মো. মোস্তফা কামাল।

নির্বাচিত অন্য নেতারা হলেন সহ-সভাপতি মো. মোস্তফা জামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. আবু ছালিম, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, হিসাব নিরীক্ষক রতন কুমার বৈদ্য, দপ্তর সম্পাদক মো. মুছা মিয়া, প্রচার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন ও মো. আলমগীর হোসেন।

নির্বাচনে সংগঠনের ৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ নির্বাচিত করা হয়। এরা হলেন মো. হারুন অর রশিদ, রুহুল আমীন চৌধুরী, আলী আহমদ চৌধুরী, তপন কুমার দত্ত এবং গোলাম সরওয়ার।

নির্বাচন পরিচালনা করেন চট্টগ্রাম আঞ্চলিক শাখা নির্বাচন ২০১৪-১৫- এর রিটার্নিং অফিসার মুহাম্মদ ইউনুছ।

(ওএস/এস/জুন ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test