E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁয় শেখ রাসেল আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

২০১৭ অক্টোবর ১৮ ১৮:০৯:২৬
নওগাঁয় শেখ রাসেল আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার জেলা জুড়ে বিস্তারিত কর্মসূচী পালন করা হয়।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকসহ শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা এবং বিভাস মজুমদার গোপালের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নওগাঁ জেলা শাখা। জেলা প্রশাসন ও শিশু একাডেমীসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে যথাযোগ্য মর্যাদার সঙ্গে।

অপরদিকে বুধবার বিকেলে জেলার ধামইরহাটে শেখ রাসেল আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়।

উপজেলার রামনারায়ণপুর ফুটবল মাঠে শেখ রাসেলের ৫৩তম জন্ম দিন উপলক্ষে রামনারায়ণপুর একতা ক্লাবের উদ্যোগে ৮টি জেলা দল নিয়ে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি।

টুর্ণামেন্টে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রংপুর, দিনাজপুর, রাজশাহী, নাটোর ও নীলফামারী জেলা ফুটবল দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা দল বনাম জয়পুরহাট জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।


(বিএস/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)



পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test