E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আশুলিয়ায় ডাকাত দলের ২৮ সদস্য আটক

২০১৭ নভেম্বর ০৩ ১৭:১৫:০৯
আশুলিয়ায় ডাকাত দলের ২৮ সদস্য আটক

স্টাফ রিপোর্টার : আশুলিয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের ২৮ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, দেশীয় অস্ত্রসহ ২৪টি মোবাইল ফোন সেট এবং ১০ হাজার টাকা। এ ঘটনায় ডাকাতদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাসে করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদে আশুলিয়া থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ একটি বাসকে সন্দেহ করে এবং বাসটিকে নজরদারিতে রাখে। বাসটি প্রথমে সাভার থেকে মানিকগঞ্জ যায়। পরে বাসটি যখন মানিকগঞ্জ থেকে ঘুরে সাভারের উদ্দেশে রওনা হয়, পথিমধ্যে নবীনগর বাস স্ট্যান্ডে বাসটি পৌঁছলে আশুলিয়া থানা পুলিশ বাসটি থামায়। এ সময় বাসের ভেতরে থাকা সকলকে নিচে নেমে আসতে আহ্বান জানায় পুলিশ।

এক পর্যায়ে বাসের ভেতর থেকে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় পুলিশ বাসটি ও ডাকাতদের আটক করতে সক্ষম হয়।

পুলিশের অভিযোগ, আটক ডাকাতরা দীর্ঘ দিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গাড়িতে যাত্রীদের উঠিয়ে টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটপাট করে আসছিল।তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।



(টি/এসপি/নভেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test