E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় আ. লীগ নেতাসহ আহত ২

২০১৭ নভেম্বর ০৭ ১৬:২৬:০৯
ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় আ. লীগ নেতাসহ আহত ২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদ রানা সহ ২ জন আহত হয়েছে। আহত অপরজন পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহিনুজ্জামান ওরফে ওস্তাদ শাহীন বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মাসুদ রানা, শাহীন ও তারেক ভারতের ভিসা গ্রহনের জন্য ভোর ৪টার দিকে আই আর ৫৬৩ আপ ট্রেনে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ঈশ্বরদী জংশন ষ্টেশনে পৌছালে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়ে উপূর্য্যপরী কোপায়। এতে মাসুদ রানা ও শাহীন আহত হয়। আহত অবস্থায় এদের প্রথমে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হয়। মাসুদ রানাকে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শাহীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়েছে। শাহীনের অবস্থা এ রিপোর্ট লেখা পর্যন্ত আশংকাজনক বলে খবর পাওয়া গেছে। থানায় এখনও মামলা দায়ের হয়নি।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test