E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁয় পিস্তল-গুলি ও বিষ্ফোরকসহ ৫ জেএমবি সদস্য গ্রেফতার

২০১৭ নভেম্বর ১৬ ১৭:০৮:৪৫
নওগাঁয় পিস্তল-গুলি ও বিষ্ফোরকসহ ৫ জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলায় অস্ত্র ও বিষ্ফোরকসহ ৫ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওদুলী বাজার সংলগ্ন এলাকা থেকে বৃহষ্পতিবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার জানিয়েছেন, আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার মোঃ আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিকের বাড়িতে জেএমবি’র একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ঘটনার সময় তাঁরই নেতৃত্বে সেখানে একটি অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে মৃত হাফিজুর রহমানের পুত্র উক্ত আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিক (৪২), একই উপজেলার দাড়িয়াগাথি সরদারপাড়া’র আহম্মদ আলীর পুত্র আব্দুর রাজ্জাক ওরফে মাসুম ওরফে বাবুল (২৫), মান্দা উপজেলার পারইল আশিরা হাজিপাড়া গ্রামের মৃত লোকমান প্রামানিকের পুত্র মোয়াজ্জেম হোসেন ওরফে বুলেট (৩০), রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের মোঃ আয়েত সরদারের পুত্র লুলু সরদার ওরফে শহিদ মিস্ত্রি (৩০) এবং নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার জুমাইনগর ফারাজীপাড়া গ্রামের ইয়াহিয়া মন্ডলের পুত্র মাসুদ রানা ওরফে হোসেন ওরফে আতিক (২৫)।

এ সময় গ্রেনেড তৈরীর ১০টি বডি, ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং সাড়ে ৭শ গ্রাম গান পাউডারসহ গ্রেনেড তৈরীর বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আত্রাই থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে বলে সুত্র উল্লেখ করেছে।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, সম্প্রতি নওগাঁর মান্দা, রানীনগর এবং আত্রাই উপজেলা এলাকায় জেএমবির জঙ্গীরা নতুন করে সংগঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রানীনগরের ভান্ডারা গ্রামের জেএমবি সদস্য এমদাদুল হক এলাকার কয়েক যুবকের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা করে হাতিয়ে নিয়ে সুদূর ওমানে ৩০ হাজার টাকা বেতনে কাজ পাইয়ে দেয়ার চুক্তিতে বিল্ডিং ভিসা প্রদান করেন। কিন্তু ওমানে গিয়ে সেখানকার দালালের মাধ্যমে জানতে পারে এসব বিল্ডিং ভিসা নয়, এগুলো মাজিরা ভিসা। যে ভিসার মাধ্যমে সেখানে কোন কাজ না পেয়ে দিনের পর দিন অনাহারে থেকে হাজত বাস করে অতিরিক্ত ১ লাখ টাকা করে খরচ করে সম্প্রতি দেশে ফিরেছে একই গ্রামের মোকছেদ আলী ও জামরুল হোসেন নামে দুই যুবক। আরেক যুবক এবাদুল এখনো ওমানের কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। সর্বস্ব হারিয়ে দেশে ফিরে ওই যুবকরা টাকা ফেতে চাইলে এমদাদুল জেএমবির ভয় দেখিয়ে তাদের নানা হুমকি-ধামকি দিচ্ছে বলে ওই জেএমবি সদস্যের দ্বারা প্রতারিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এমদাদুলের নেতৃত্বে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে জেএমবির গোপন বৈঠক চলে বলেও সূত্র জানিয়েছে।

(বিএম/এসপি/নভেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test