E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামইরহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

২০১৭ নভেম্বর ১৮ ১৭:৪২:৪২
ধামইরহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

নওগাঁ প্রতিনিধি : শনিবার বেলা ১১টায় নওগাঁর ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০১৭-১৮ মৌসুমে কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ধান, সরিষা, ভূট্টা ও সবজীর বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি।

উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার ৫শ’ ৬৫ জন কৃষকের মাঝে ২০ কেজি করে ডিএপি, ১০কেজি করে এমওপি সার এবং ২শ’ জনকে ২০ কেজি করে গম, ৯৫জন কে ২কেজি করে ভুট্টা, ৫শ’ ৫জনকে ১কেজি করে সরিষা ও ২শ’ ৭০জনকে ৫কেজি করে বোরো ধান বীজ বিতরণ করা হয়।

(বিএম/এসপি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test