E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

২০১৭ নভেম্বর ২২ ১৬:০৯:৩৯
টাঙ্গাইলে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামে রোজি আক্তার(৩৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে বুধবার (২২ নভেম্বর) সকালে স্বামী মুকছেদ আলী(৩৫) ও শাশুড়ি হাফিজা খাতুনকে(৫৫) আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, প্রায় দেড় বছর আগে মির্জাপুর উপজেলার বলটিয়া গ্রামের রজব আলীর মেয়ে রোজির সঙ্গে একই উপজেলার পাকুল্যা গ্রামের মুকছেদ আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রোজির উপর নানাভাবে নির্যাতন শুরু করে তার স্বামী। রোজির দরিদ্র পরিবার যৌতুকের দাবি পুরণে ব্যর্থ হওয়ায় তার উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। এক পর্যায় মঙ্গলবার(২১ নভেম্বর) রাতে রোজিকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়।

রোজির ভাই রাজিব খানের দাবি, তার বোনকে যৌতুকের জন্যই শ্বাসরোধে খুন করা হয়েছে। তিনি রোজির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মির্জাপুর থানার এসআই শফিকুল আলম বলেন, রোজির গলায় কালো দাগ এবং দুই কান থেকে রক্ত বের হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মুকছেদ ও শাশুড়ি হাফিজা খাতুনকে আটক করেছে।

(আরকেপি/এসপি/নভেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test