E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁয় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

২০১৭ নভেম্বর ২৫ ১৮:১১:০৪
নওগাঁয় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন (বজ্রকন্ঠ) ইউনেস্কোর “মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এর অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় শনিবার নওগাঁয় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পুস্পস্তবক অর্পন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মালেক এমপি।

জেলা প্রশাসনের আয়োজনে এদিন সকালে শহরের পুরনো কালেক্টরেট চত্বর থেকে একটি বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় যেন মানুষের ঢল নামে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ফজলে রাব্বী বকু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রকিবুল আকতার, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোশতানজিদা পারভীন, জেলা মহিলা আওয়ামীলের সভাপতি শাহানাজ মালেক, সদর উপজেলা আওয়ীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকী প্রমুখ।

বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ও তার জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও জেলার পত্নীতলা, ধামইরহাট, পোরশা, সাপাহার, মান্দা, আত্রাই, রানীনগরসহ সকল উপজেলায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

(বিএম/এসপি/নভেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test