E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাণীনগরে মাদ্রাসা ছাত্র সিজান হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

২০১৭ নভেম্বর ২৫ ১৮:১৩:২৪
রাণীনগরে মাদ্রাসা ছাত্র সিজান হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের বেতগাড়ীর ঘোষগ্রাম কফিলিয়া হাফেজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের দশম শ্রেণির ছাত্র আবু হাসান সিজানের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টায় এলাকার ছাত্র সমাজের পক্ষে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেতগাড়ী বাজারে ঘন্টাকাল ব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রসমাজের প্রতিনিধি রাণীনগর শের-এ বাংলা মহাবিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সেলিম ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, নিহত সিজানের বাবা ডা. আব্দুল বারিক, সিজানের খালা মিনা খাতুন পলি, সিজানের মাদ্রাসার সুপার আকরামুল ইসলাম, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সম্পাদক হাফিজুল রহমান মন্ডল, স্থানীয় মসজিদের ইমাম জহুরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আব্দুল মজিদ শাহ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিকনেতা বেলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিজানের এই মৃত্যু আত্মহত্যা নয়। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সিজানের হত্যাকারীরা আমাদের মাঝেই প্রকাশ্যে অবস্থান করছে। পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে তাদেরকে আটক করছে না। এমন কি সুষ্পষ্ট হত্যার আলামত পেয়েও পুলিশ রহস্যজনক কারনে এটিকে হত্যা মামলা রেকর্ড না করে একটি ইউডি মামলা রেকর্ড করেছে। কতিপয় মহল সিজানের এই হত্যাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। সেই হত্যাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন তারা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার না করলে থানা পুলিশের বিরুদ্ধে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুঁশিয়ারী দেয়া হয়।

উল্লেখ্য, গত ২০ নবেম্বর দিবাগত গভীর রাতে মাদ্রাসা শিক্ষার্থী সিজানের সামনের দিকে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহদেহ উদ্ধার করে পুলিশ। সিজানকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে ঝুলিয়ে রাখা হয় বলে সিজানের পরিবার ও স্থানীয়দের দাবী। ঘটনার প্রায় ১সপ্তাহ পার হলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকেই পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি এবং সিজানের রহস্যজনক মৃত্যুর মূল কারণ উদঘাটন করতেও পারেনি।

(বিএম/এসপি/নভেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test