E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন

২০১৭ নভেম্বর ২৫ ১৮:১৫:০১
রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মনজুরুল আহসান খান বলেছেন, প্যারী কমিউনের ৭০ দিনের অভিজ্ঞতা থেকে কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস যা লিখেছিলেন, একশ’ বছর আগে লেনিন রুশ বিপ্লবের মধ্যদিয়ে সেসব তত্ত্বকে বাস্তব রূপ দিয়েছিলেন। 

এ ব্যবস্থা টিকে ছিল ৭০ বছরের বেশি। সোভিয়েত ইউনিয়নের পতন হলেও সমাজতান্ত্রিক বিপ্লবের মহান আদর্শ আজও সারাবিশ্বে মানব মুক্তির পথকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। এমনকি রুশ বিপ্লবের প্রভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল। এ জন্য পাকিস্তানের পক্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাত করতে পারেনি বলেন তিনি।

‘ব্যক্তি মালিকানার বিশ্বকে পরিবর্তন করে সামাজিক মালিকানার বিশ্বকে গড়ে তোল’ এই শ্লোগানকে সামনে রেখে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে নওগাঁ ব্রীজের মোড় সুপারিপট্টিতে অনুষ্ঠিত এক লাল পতাকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট কবি ও গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকীর সভাপতিত্বে নওগাঁ জেলা রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটি আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলু, মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী, সিপিবির জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট মহসীন রেজা, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহিদুল হক বলেন, সোভিয়েত ইউনিয়নের পতন হলেও রুশ বিপ্লবের আদর্শের পতন হয়নি। যতদিন সমাজে শোষন বঞ্চনা বৈষম্য থাকবে ততদিন রুশ বিপ্লব তার প্রাসঙ্গিকতা হারাবেনা।

সমাবেশের আগে শহরের প্যারী মোহন লাইব্রেরী চত্বর থেকে একটি বর্ণাঢ্য লাল পতাকার মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপারিপট্টির সমাবেশে যোগ দেয়। সমাবেশের শুরুতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গণসঙ্গীত পরিবেশন করে। জেলার বিভিন্ন উপজেলা থেকে কমিউনিস্ট পার্টি, বাসদ, ক্ষেত মজুর সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ক্ষেত মজুর ও কৃষক ফন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পী গেষ্ঠিীর সদস্য ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষ লাল পতাকার মিছিলে অংশ নেয়।

(বিএম/এসপি/নভেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test