E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত 

২০১৭ নভেম্বর ২৮ ১৫:৩০:১৯
রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত 

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা আব্বাস সরদার ওরফে খোকন (৪৮) নিহত হয়েছে। নিহত আব্বাস সরদার পাবনা জেলার সুজানগর থানার কামার হাট গ্রামের মৃত নেকুন সরদারের ছেলে। খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল,একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি,৩টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেনী নগর কালিতলা এলাকায় এ বন্দুকযুদ্ধ ঘটে।

রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় যে চরমপন্থী সন্ত্রাসী আব্বাস তার সহযোগীদের সাথে বেনী নগর কালিতলা এলাকায় মিটিং করছে।পুলিশ অভিযান চালালে আব্বাসের সহযোগীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে আব্বাস গুলি বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, নিহত আব্বাস চরমপন্থী দলের নেতা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল,একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি,৩টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

(ডিবি/এসপি/নভেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test