E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বড়াইগ্রামে ফেনসিডিলসহ বাস যাত্রী আটক 

২০১৭ নভেম্বর ২৮ ১৭:৩৪:২৫
বড়াইগ্রামে ফেনসিডিলসহ বাস যাত্রী আটক 

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ লালপুর থেকে ঢাকাগামী এসবি ডিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শফিকুল ইসলাম (৪০) নামে এক বাসযাত্রীকে আটক করেছে।  

সোমবার রাত পৌনে ১২টার উপ-পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কালিকাপুর কলাহাটা এলাকায় বাসে তল্লাশী চালিয়ে ফেনসিডিল সহ তাকে আটক করে। সে নাটোর জেলার দক্ষিণ লালপুরের ইয়াদ আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জিএম শামসূন নূর এর সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার সকালে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এডিকে/এসপি/নভেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test