E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ঘের পাহারাদার খুন : আহত ৮

২০১৭ নভেম্বর ২৯ ১৪:৪২:৫২
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ঘের পাহারাদার খুন : আহত ৮

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রহমান (৬৫) নিহত হয়েছেন। মাছের ঘের ইজারা দেয়াকে কেন্দ্র করে বুধবার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তপনবাগ গ্রামে সাড়ে আট একরের একটি ঘের সীতারামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে তিন বছর মেয়াদি ইজারা দেয়া হয়। এ ঘেরে তপনবাগ গ্রামের পঙ্কজ কুমার রায় এবং নড়াইল সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমানসহ কয়েকজন ভাগে মাছ চাষ করে আসছেন। ঘেরটি দেখাশোনা করেন তপনবাগের আব্দুর রহমান।

তবে, ঘেরের মালিকানা দাবি করে আসছিলেন একই গ্রামের আব্দুল আজিজের ছেলে গোলাম রসুল মোল্যা। তিনি জানান, সম্প্রতি উচ্চ আদালতের মাধ্যমে তার পক্ষে রায় হওয়ায় বুধবার ভোরে লোকজন নিয়ে ঘেরে মাছ ধরতে যান।

এ সময় ঘের পাহারাদার আব্দুর রহমান বাঁধা দিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। যুবলীগ নেতা মাহফুজুর রহমান জানান, গোলাম রসুল ও তার লোকজন ঘেরে মাছ ধরতে গেলে পাহারাদার আব্দুর রহমান বাঁধা দিলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আহত তপনবাগ গ্রামের ফজল করিম (৬০), ইব্রাহিম (২৫), পারুল বেগম (৪০), মুক্তার হোসেন (৩২), সাত্তার (২৭), দেলোয়ার (৩২), রাজু (২৮) ও গোলাম রসুলকে (৩৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, হত্যাকান্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(আরএম/এসপি/নভেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test