E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাটমোহরে রানা মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকীতে খাসজমির দলিল বিতরণ

২০১৭ নভেম্বর ২৯ ১৬:১১:১১
চাটমোহরে রানা মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকীতে খাসজমির দলিল বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার বিলকুড়ালিয়ার খাসজমি আন্দোলনের পুরোধা মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অন্ঠুানে ভূমিহীনদের মাঝে খাসজমির দলিল বিতরণ করা হয়।

বুধবার দুপুরে চাটমোহর উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-৩ এলাকার সংসদ সদস্য মকবুল হোসেন।

সভায় বক্তারা বলেন, আতাউর রহমান রানা মাষ্টার একদিকে যেমন দেশের জন্য যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন, তেমনিভাবে সংগ্রাম করে বিলকুড়ালিয়ার খাসজমিতে ভূমিহীনদের অধিকার প্রাপ্তি নিশ্চিত করেছিলেন। ভূমিহীন মানুষদের জীবনমান উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান, ছিলেন এ যুগের নেলসন ম্যান্ডেলা। পরে ৫৪৭ জন ভূমিহীন নারী-পুরুষের মাঝে খাসজমির স্থায়ী বন্দোবস্তের দলিল হস্তান্তর করেন সংসদ সদস্য। শেষে প্রয়াত রানা মাস্টার ও ভূমিহীন নেতা আব্দুল আলীমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ভুমিহীন নেতা আক্কাস আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী এস এম মোজাহারুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির, সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান, প্যানেল মেয়র নাজিমুদ্দিন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান, এনজিও ব্যক্তিত্ব আজাহার আলী, রানা মাস্টারের মেঝো ছেলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরীটির উপ-পরিচালক নুরে আলম মেহেদী সঞ্জু, হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক রকিবুর রহমান টুকুন, বেলাল হোসেন স্বপন, ভুমিহীন নেতা আনোয়ার হোসেন, ইসরাইল আলম, ভুমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন, মৎসজীবি নেতা ওমর আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন এনজিও, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিলুকড়ালিয়ার ভূমিহীন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র নির্বাহী পরিচালক নুরে আলম মঞ্জু।

প্রসঙ্গত, আতাউর রহমান রানা মাস্টারের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছর আন্দোলন-সংগ্রামের পর বিলকুড়ালিয়ার প্রায় দেড় হাজার বিঘা খাসজমি গত বছরের নভেম্বরে ভুমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্ত দেয় সরকার। গেলো বছর ৩০ নভেম্বর দলিল বিতরণ অনুষ্ঠান শেষে ওইদিন রাতে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন আতাউর রহমান রানা মাস্টার।

(এসএইচএম/এসপি/নভেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test