E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

২০১৪ এপ্রিল ১২ ১৬:২৩:৫৩
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। শনিবার সদর উপজেলার নারায়নপুর, আলাতুলি ও দেবীনগর ইউনিয়নের ৮৫৪ জন কৃষকের মাঝে প্রতি কৃষককে ২০ কেজি হারে ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৫ কেজি করে উপশী জাতের আউশধান বীজ এবং নেরিকা জাতের উফশী আউশ ধানের জন্য ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি বীজ, সেচ ও আগাছা দমনে ৬‘শ টাকা করে বিতরণ করা হয়। 

বিএডিসি কার্যালয় চত্বরে বিতরণকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. এম আজিজুর রহমান, উন্নয়ন সংস্থা এসেডো নদী ও জীবন-২ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাহেব আলীসহ অন্যারা।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা ড. এম আজিজুর রহমান জানান, চলতি খরিপ মৌসুমে উচ্চ ফলনশীল আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সদর উপজেলার ১৪ টিইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ হাজার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এইসব কৃষি সামগ্রি বিতরণ করা হচ্ছে। গত বৃস্পতিবার এইসব কৃষি সমগ্রি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ও নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন।
এ দিকে শিবগঞ্জ উপজেলার ৩ হাজার ৫১৫ জন কৃষকের মাঝে একই হারে বিনামূল্যে রাসায়নিক সার,আউশধান বীজ ও নগদ অর্থ প্রদান করেছে স্থানীয় কৃষি অফিস। এ সময় শিবগঞ্জ কৃষি কর্মকর্তা মাহমুদুল ফারুক উপস্থিত ছিলেন।
(এআরএন/এএস/এপ্রিল ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test