E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বরিশালের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক গ্রেফতার

২০১৭ ডিসেম্বর ০৩ ১৫:৩৬:৫০
বরিশালের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাংলাদেশ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি বরিশালের প্যাথলজি বিভাগের শেষ বর্ষের ছাত্রী সাদিয়া আক্তারকে (২১) অপহরণ করে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ওই উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের ইব্রাহিম হাওলাদারের পুত্র সিরাজুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে।

মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী ফাঁস করার হুমকি দেয়ায় তাকে হত্যা করে লাশ খালে ফেলে দেয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছে সিরাজুল।

বরিশাল কোতোয়ালী মডেল থানার এসআই আব্দুল ওহাব জানান, গত ২০ নভেম্বর নগরীর ২৭নং ওয়ার্ডের দেফুলিয়া খান বাড়ীর বাসিন্দা আলমগীর হোসেন খানের কন্যা ওই ছাত্রী কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

এ ঘটনায় সাদিয়ার পিতা ২২ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন (যার নং- ১৩২৩/১৭)। জিডির সূত্র ধরে এবং ওই ছাত্রীর মোবাইল নাম্বার ট্রাকিংয়ের মাধ্যমে কোতোয়ালী মডেল থানা পুলিশের তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ সিরাজুল ইসলামকে আটক করে।

মঠবাড়িয়া থানার ওসি আটককৃত সিরাজুল ইসলামের বরাত দিয়ে আরও জানান, মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রীর সাথে ঘটনার ১৫দিন পূর্বে সিরাজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে গত ২০ নভেম্বর ওই ছাত্রীকে বরিশাল থেকে মঠবাড়িয়ায় এনে তার সহযোগীদের নিয়ে একাধিকার ধর্ষণ করে। পরে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী ফাঁস করার হুমকি দেয়ায় তাকে হত্যা করে লাশ খালে ফেলে দেয়া হয়।

ওসি আরও জানান, এখন পর্যন্ত নিহত ছাত্রীর লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আটকের জন্যও পুলিশের অভিযান চলছে বলেও ওসি উল্লেখ করেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test