E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁয় বাল্য বিবাহ নিরোধ বিষয়ক দিনব্যপী কর্মশালা 

২০১৭ ডিসেম্বর ০৩ ১৭:৩১:৪৫
নওগাঁয় বাল্য বিবাহ নিরোধ বিষয়ক দিনব্যপী কর্মশালা 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বাল্যবিবাহ নিরোধ কার্যক্রমে তৃনমুল পর্যায়ে দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার পত্নীতলা উপজেলা সদরে নজিপুর সরকারী কলেজ মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন এই কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ,ই,ম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের (ধামইরহাট-পত্নীতলা) এমপি শহিদুজ্জামান সরকার বাবলু, ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের হেল্থ এ্যাডভাইজারী গ্রুপের প্রেসিডেন্ট সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, মেহেরপুর-১ আসনের এমপি ফারহাদ হোসেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁর জেলা প্রশসাক ড. মোঃ আমিনৃুর রহমান এবং পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন বক্তব্য রাখেন।

এ ছাড়াও মুক্ত আলোচনায় বাল্য বিবাহ প্রতিরোধ এবং এ সম্পর্কিত আইনসমূহ বাস্তবায়নে জনপ্রতিনিধি, শিক্ষক, ইউএনও, শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন এবং পরামর্শ তুলে ধরেন। বেশ কয়েকটি সুপারিশমালাও এই কর্মশালা থেকে গ্রহন করা হয়। এ সময় বাংলাদেশ সংসদ সচিবালয়ের পরিচালক মোস্তা গাউসুল হক, উপ-সচিব মোঃ ফয়সাল মোর্শেদ এবং মোঃ আলী আশরাফ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানকে ঘিরে আয়োজিত রচনা প্রতিযোগিতার ৩টি বিভাগে মোট ১০ জনকে, বাল্য বিবাহ প্রতিরোধে ভুমিকা রাখায় শ্রেষ্ঠ ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং বাল্য বিবাহকে সরাসরি প্রত্যাখান করায় ৩ জন ছেলে মেয়ে ও অভিভবাককে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। জেলার ১১টি উপজেলা থেকে বাল্য বিবাহের শিক্রা হতে পারেন, এমন মোট ৫শ’ ষ্টেকহোল্ডারসহ সকল উপজেলা চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যানবৃন্দ কর্মশালায় অংশগ্রহন করেন।

(বিএম/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test