E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাকেরগঞ্জে যুব প্রচারাভিযান 

২০১৭ ডিসেম্বর ০৮ ১৬:০৯:৪৫
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাকেরগঞ্জে যুব প্রচারাভিযান 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবনভর’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত। বৃহস্পতিবার বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বেসরকারি সংস্থা অক্সফাম ও ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়িত এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক যুবকেরা র‌্যালিতে অংশ গ্রহণ করে ।

এর আগে গনস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে র‌্যালির উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন। এসময় তিনি বলেন, নারীদের প্রতি অসদাচরণ অথবা নির্যাতন একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা জীবনকে ধ্বংস করে দেয় আর অসহনীয় কষ্টের জন্ম দেয়।

দীর্ঘদিনের কুসংস্কার ও নারীর প্রতি বৈষম্যমূলক মনোভাব থেকেই সমাজে নারী নির্যাতনের মত জটিল সমস্যার সৃষ্টি হয়েছে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এর সমাধান সম্ভব নয়। তাদের সর্বক্ষেত্রে সহায়তা করতে হবে। যে কোনো নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, ভাইস চেয়ারম্যান জিএম ফারুকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, বিআরডিবি অফিসার মো. ওবায়দুল্লাহ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের টেকনিক্যল অফিসার সোয়াইব মাহমুদ, বরিশালে জেলা যুব উপদেষ্টা বোডের্র সদস্য রুমা আক্তার, দিপিকা রাণী, উর্মি আক্তার, জুবায়ের ইসলাম, সোহানুর রহমান প্রমুখ।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test