E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর দশ হাজার শীতবস্ত্র বিতরণ 

২০১৮ জানুয়ারি ২৭ ১৬:১৭:৩৭
ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর দশ হাজার শীতবস্ত্র বিতরণ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি আজ শনিবার সকালে ঈশ্বরদীর সাহাপুর ও মানিকনগর মধ্যপাড়া আনসার মাঠে শীতার্ত মানুষের মাঝে দশ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন। 

এই নিয়ে মন্ত্রী শরীফু চলতি মৌসুমে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় প্রায় ৫০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন।

মন্ত্রী এসময় বলেন, শীতার্ত দরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার এসব শীতবস্ত্র। বাংলাদেশের দুঃখী মানুষের জন্য মায়ের মমতা ঘেরা যাঁর মন, শীতার্তদের জন্য যাঁর ব্যথা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের হুকুম দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে।

তিনি বলেন, ৬০ বছরের বেশি বৃদ্ধ, দরিদ্র, যাদের গরম কাপড় নেই, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলাদের শীতের বস্ত্র বিতরণ করার হুকুম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

ভূমিমন্ত্রী শরীফ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সোনার বাংলা গড়ার অঙ্গিকার নিয়েছিলেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test