E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরদীতে ট্রাক চাপায় ইপিজেড শ্রমিক নিহত

২০১৮ ফেব্রুয়ারি ০৬ ১৫:২৮:১৪
ঈশ্বরদীতে ট্রাক চাপায় ইপিজেড শ্রমিক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে ট্রাক চাপায় ইপিজেড শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরদীর পোষ্ট অফিস মোড় এলাকায় এই দুর্ঘটনা সংঘঠিত হয়েছে। নিহত শ্রমিকের নাম হেলাল (২৩)। সে ঈশ্বরদীর নারিচা এলাকার মৃত ইসমাইল হোনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানান, হেলাল সাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে পোষ্টঅফিস মোড়ে দ্রুতগতি সম্পন্ন গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক (রাজ মেট্রো ১১-০১৫৭) চাপা দিলে ঘটনাস্থলেই পিষ্ঠ হয়ে সে মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

সহকর্মী জানায়, গত মাসের ১৫ তারিখে হেলাল ইপিজেড এর এমজিএল-২ চায়না কোম্পানীতে শ্রমিক পদে চাকুরিতে যোগদান করেছে। হেলাল মাত্র তিন মাস আগে বিয়ে করেছে এবং শহরের ডাকবাংলোর পাশে নিরালা মহলে বাসা ভাড়া নিয়ে থাকতো বলে পরিবার সূত্রে জানা গেছে।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test