E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গলাচিপায় বার্ষিক ক্রীড়া-স্বাংস্কৃতিক প্রতিযোগিতা 

২০১৮ ফেব্রুয়ারি ০৬ ১৫:৩০:৩০
গলাচিপায় বার্ষিক ক্রীড়া-স্বাংস্কৃতিক প্রতিযোগিতা 

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : শিক্ষার উন্নয়নের সাথে সাথে ক্রীড়া স্বংস্কৃতিক অগ্রগতির জন্য আগামী প্রজন্মের শিশুদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। ভাল লেখা-পড়া ও ক্রীড়াই দেশকে ও যোগ্য নাগরিকদের সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।

মঙ্গলবার গলাচিপার ঐতির্য্যবাহী গলাচিপা উপজেলা প্রশাসনের পরিচালিত বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ১ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও স্বংস্কৃতিক প্রতিযোগিতা ও স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকির পালন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গলাচিপা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন।

বার্ষিক ক্রীড়া ও স্বংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহন ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অধ্যক্ষ ও গলাচিপা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসারের সহ ধর্মীনি মিসেস আফসানা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রকৌশলী জনাব আতিকুর রহমান তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, গলাচিপা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাদী ও মিসেস আতিকুর রহমান তালুকদার।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তার এর আগমনে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়। মাননীয় প্রধান অতিথিকে ক্রিড়া ব্যাচ পরিয়ে দিয়ে বরন করে নেয় এবং ক্রীড়া ও স্বাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনের পরে প্রধান অতিথি স্কুলের দশম ক্রিড়া সংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্কুলের বিগত বছরের সমাপনি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং শিক্ষার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতি বিকাশে প্রতিযোগিতার মাধ্যমে দেশের সম্মান বয়ে আনার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান এবং স্কুলের সাফল্য কামনা করেন। ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করার জন্য শত শত মা ও বাবা অভিভাবকরা স্কুল মাঠে উপস্থিত থেকে তাদের সন্তানদের উৎসাহ যোগায়।

উল্লেখ্য, ২০০৮ সনের ২ জানুয়ারী তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ও শিক্ষা অনুরাগী আবুল কাশেম মোঃ মহিউদ্দিন স্কুলটি প্রতিষ্ঠা করেন। গত ২০১৭ সনের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় এই স্কুল থেকে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং শতভাগ জিপিএ-৫ ফলাফল অর্জন করে। বিদ্যালয়টি বরিশাল বিভাগের মধ্যে একটি সু-শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে।

ক্রীড়া অনুষ্ঠানে স্কুলের সু-দক্ষ অধ্যক্ষ আফসানা ইয়াসমিন সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন স্কুলের হিসাব রক্ষন কর্মকর্তা ও সাংবাদিক খালিদ হোসেন মিলটন, উপধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ, হাজী আব্দুর রব সিকদার, হাজী আবুল বশার, ইয়াসমিন বেগম, লাভলী বেগম, সিমা কর্মকার, সোনালী আক্তার, সুমা বেগম, কামরুন নাহার, তুলি বেগম, আনা ম্যাডাম ও তানিয়া প্রমুখ।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি ও স্কুলের অধ্যক্ষ আফসানা ইয়াসমিন।

(এসডি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test