E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গলাচিপায় জাটকা শিকার, খোলা বাজারে বিক্রি

২০১৮ ফেব্রুয়ারি ০৮ ১৫:৫৫:৪০
গলাচিপায় জাটকা শিকার, খোলা বাজারে বিক্রি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ, বুড়াগৌরাঙ্গ, আগুনমুখা ও তেঁতুলিয়া নদীতে দিন-দুপুরে জেলেদের অবাধে জাটকা শিকার চলছে খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে পানপট্টি লঞ্চঘাট থেকে ক্রয়করা জাটকা মটোরসাইকেল, নছিমন, অটোরিক্সা যোগে বিভিন্ন এলাকায় স্থানান্তর করতে দেখা গেছে। ২০ কেজি, ৪০ কেজি ও ৫০ কেজির ডোল মোটরসাইকেলে পরিবহন করা হয়। উপজেলা সদর বাজার ও গ্রামগঞ্জের বাজারগুলোতে মেলে ১শ’ ৬০ টাকায় প্রতিকেজি জাটকা।

বিক্রেতারা জানায়, আড়ৎ থেকে ১শ’ ৪০ টাকা প্রতিকেজি জাটকা কিনে থাকে এসব খুচরা বিক্রেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক আড়ৎ মালিক বলেন, উপজেলায় প্রায় একশ’ আড়ৎ থেকে প্রতিদিন আড়াইশ টন জাটকা বিক্রি করেও লোকবল নিয়ে বিপাকে রয়েছেন।

জাটকা নিধনের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বাবু অঞ্জন বিশ্বাস উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, এ পর্যন্ত অনেকগুলো অভিযান করা হয়েছে এবং অনেক জাটকা ধরা কমে গেছে। তিনি আরও জানান, স্থানীয় লোকজন সচেতন না হলে এ ধরনের ঘটনাকে মোকাবেলা করা সম্ভাব নয় ।

(এসডি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test