E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নিখোঁজের চল্লিশ দিনেও মমতার সন্ধান পায়নি পুলিশ!

২০১৮ ফেব্রুয়ারি ২৮ ১৬:০০:২৩
নিখোঁজের চল্লিশ দিনেও মমতার সন্ধান পায়নি পুলিশ!

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নিখোঁজের চল্লিশ দিনেও হারিয়ে যাওয়া এক মায়ের সন্ধান করেত পারেনি বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। হারিয়ে যাওয়া মায়ের একমাত্র পুত্রের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা আর উৎকণ্ঠা।

সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের মৃত নিত্যানন্দ বৈরাগীর স্ত্রী মমতা বৈরাগী (৫৮) গত ১৯ জানুয়ারী বাড়ি থেকে উপজেলা সদরে যাবার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

স্বজনেরা নিখোঁজ মমতার সন্ধানে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় পোষ্টারিং, মাইকিং করেও কোন সন্ধান করতে পারেনি। একমাত্র ছেলে নিখিল জানায়, তার মা দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল।

মায়ের সন্ধান করতে নিখিল নিখোঁজের ঘটনায় ২৫জানুয়ারি আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেন, যার নং-১২১৯।

জিডি’র অনুসন্ধান কর্মকর্তা এসআই মোশারফ হোসেন জানান, প্রশাসন সাধ্যমত চেষ্টা করছে। দেশের সকল থানায় ছবিসহ বার্তা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, হারানো ব্যাক্তি মানসিক ভারসাম্যহী হওয়ার কারণে কোথাও হয়ত তার সঠিক নাম ও ঠিকানা বলতে পারছে না। সন্ধান দাতাদের নিকটবর্তী থানায় যোগাযোগের অনুরোধ করেছেন পুলিশ ও হতভাগ্য ছেলে নিখিল।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test