E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বরিশালে আহত ছাত্রদল নেতার পাশে সাবেক এমপি মজবা উদ্দিন ফরহাদ

২০১৮ মার্চ ০৪ ১৭:১৭:৫৭
বরিশালে আহত ছাত্রদল নেতার পাশে সাবেক এমপি মজবা উদ্দিন ফরহাদ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার মেহেন্দিগঞ্জ সদর উপজেলার চরহোগলা ইউনিয়নের এক নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি এমাজ উদ্দিন রাজুর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেয়া সহ পাশে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা।

রবিবার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছাত্রদল সভাপতি রাজুর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেয়া সহ রাজুর উপর হামলাকারীদের বর্ণনা শুনেন।

এসময় আহত রাজু বলেন গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ১৫ থেকে ২০জনের এক দল সদস্য তার উপর ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করেন হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে চলে যায়। ডাক চিৎকারে স্থানীয় আপন জন ও দলীয় নেতা-কর্মীরা এগিয়ে এসে তাকে উদ্বার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এমাজ উদ্দিন রাজু বর্তমানে হাসপাতালের ৫ম তলার সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ,মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম,সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রাজুর উপর যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়ে এ ঘটনার জন্য তীব্র নিন্দা জনান।

(টিবি/এসপি/মার্চ ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test