E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় চালকসহ তিনজন সাময়িকভাবে বরখাস্ত

২০১৪ এপ্রিল ১৩ ১৩:১৪:০১
উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় চালকসহ তিনজন সাময়িকভাবে বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই ট্রেনে সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একতা এক্সপ্রসের চালক ও সহকারি স্টেশন মাষ্টারসহ তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে রবিবার বেলা বারটা থেকে ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ প্রায় আট ঘন্টা পর শুরু হয়েছে। উল্লাপাড়া স্টেশনের দুই নম্বর লেন দিয়ে নীলসাগর এক্সপ্রেস উল্লাপাড়া রেলওয়ে স্টেশন পার হয়েছে।

বরখাস্তকৃতরা হলো, একতা এক্সপ্রেসের চালক লোকো বঙ্কিমচন্দ রায়, সহকারি চালক আব্দুস সাফি ও উল্লাপাড়া স্টেশনের সহকারি স্টেশন মাষ্টার কুতুবুদ্দিন।

রবিবার বেলা পৌনে বারটার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোঃ শামিম আলম তিনজনকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ।

উল্লেখ্য, রবিবার ভোররাত সোয়া চারটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রি নিহত হয়। আহত হয় অন্তত ৫০জন। এ ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

(এসএস/এইচআর/এপ্রিল ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test