E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বরিশালে পুলিশ ক্যাম্পে জাতীয় পতাকার অবমাননা

২০১৮ মার্চ ০৫ ১৬:৫১:২৭
বরিশালে পুলিশ ক্যাম্পে জাতীয় পতাকার অবমাননা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : লাল-সবুজের আমাদের জাতীয় পতাকা মানেই শুধু এক টুকরো কাপড় নয়; এ পতাকা আমাদের রাষ্ট্রের পরিচয়, আমাদের জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এ পতাকার অবমাননা কোনোভাবেই করা চলবেনা। যদি কেউ অবমাননা করে তাহলে তাকে পেতে হবে শাস্তি।

অগ্নিঝরা মার্চে সেই জাতীয় পতাকা ব্যবহারের বিধিবিধানকে তোয়াক্কা না করে খোঁদ পুলিশ ক্যাম্পে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর পুলিশ ক্যাম্পের।

ক্যাম্প সংলগ্ন এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই ক্যাম্পে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও তা নামিয়ে নেয়া হয় সন্ধ্যার পরে। অভিযোগের ভিত্তিতে ৪ মার্চ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্যাম্পের সামনে উত্তোলন করা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের জাতীয় পতাকা উড়ছে।

স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি তাদের নজরে আসার পর একাধিকবার টরকী বন্দর ক্যাম্পের ইনচার্জসহ কর্মরত পুলিশ সদস্যদের বিষয়টি অবহিত করা সত্বেও তারা তাতে কোন কর্নপাত না করে জাতীয় পতাকার অবমাননা করে চলছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, জাতীয় পতাকা বিকেল পাঁচটা পর্যন্ত উড়ানো যাবে।

এ ব্যাপারে টরকী বন্দর পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এসআই রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোঃ রুবেল নামের এক কনস্টবল ফোন রিসিভ করে বলেন, স্যার ক্যাম্পে নেই। জাতীয় পতাকা অবমাননার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এতোদিনেই কিছু হয়নি এখন আর কি হবে।

(টিবি/এসপি/মার্চ ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test