E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন শনিবার

২০১৮ মার্চ ০৯ ১৭:০৮:১৮
বরিশালে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন শনিবার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের জন্য স্থানীয় প্রশাসন, ব্যবসায়ীক প্রতিনিধিসহ সকল ষ্টোক হোল্ডারদের সম্পৃক্ত করে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার।

শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মেলার উদ্বোধণ করবেন। এর আগে সকাল নয়টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, এ মেলার মাধ্যমে এসএমই পণ্যের বাজার সম্প্রসারিত হয়ে শিল্পয়নের বিকাশ সৃষ্টি করার পাশাপাশি কর্মসংস্থানের পদ সৃষ্টি করার লক্ষ্যেই সপ্তাহ ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলাকালীন সময়ে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পণ্যের বিষয় নিয়ে রচনা প্রতিযোগীতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে এসএমই মেলায় আসা সকল ধরনের পণ্যের গুনগত মান যাচাই-বাচাইয়ে জেলা প্রশাসকের দপ্তর থেকে তদারকি করা হবে। বরিশাল আঞ্চলিক এসএমই মেলায় আঞ্চলিক পর্যায়ের ক্ষুদ্র শিল্প উদ্যোক্তার সাথে বাহিরের বেশ কিছু প্রতিষ্ঠান মিলিয়ে বিভিন্ন পর্যায়ের মোট ৫০টি স্টল অংশগ্রহণ করবে।

(টিবি/এসপি/মার্চ ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test