E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক 

২০১৮ মার্চ ২১ ১৬:২৬:০৪
ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা এর অভিযানে ঈশ্বরদীর জয়নগরে একটি রাইচ মিলের গুদাম থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) প্রণব কুমার সরকার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জয়নগরের শিমুলতলা এলাকায় মেসার্স বাদশা রাইচ এজেন্সির অফিস ও গোডাউনে এই অভিযান চালানো হয়। এসময় অস্ত্রধারী সন্ত্রাসী মিজানুর রহমান লিখনকে তারা গ্রেফতার করে। লিখন ঈশ্বরদীর বড়ইচারা গ্রাদের মৃত ওয়াছেব আলীর ছেলে বলে জানা গেছে।

র‌্যাব আরো জানায়, লিখন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি হেফাজতে রেখে এলাকায় ত্রাস সৃষ্টি করছিল। তার নামে ঈশ্বরদী থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দাযের হয়েছে।

(এসকেকে/এসপি/মার্চ ২১, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test