E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

 নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০১৮ মার্চ ২৬ ১৬:১২:৩৯
 নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ বেদিতে পূষ্প স্তবক অর্পণ, কুচকাওয়াজ,  র‌্যালি, আলোচনা সভা, শিশু কিশোরদের মনোজ্ঞ ডিসপ্লে ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রথমে উপজেলায় অবস্থিত শহীদ বেদিতে পূষ্পস্তবক অর্পন করে। পরে আলোচনা সভা প্রীতি ফুটবল ম্যাচ, দুস্থ্য মুক্তিযোদ্ধাদের সম্মামনা প্রদান ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন, জিয়াসমিন আক্তারসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/মার্চ ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test