E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নাগরপুরে ইয়াবসহ গ্রেফতার ৫

২০১৮ এপ্রিল ০৩ ১৬:১১:১০
নাগরপুরে ইয়াবসহ গ্রেফতার ৫

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টঙ্গাইলের নাগরপুরে ২২০পিছ ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪জন মাদক ব্যবসায়ী ও ১জন ওয়ারেন্ডভূক্ত আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাবনা পাড়া গ্রামের গাজী মিয়ার ছেলে জাকির হোসেন (২৮), বাবুল মিয়ার ছেলে আতিকুর রহমান (২০), সলিমাবাদ মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. রঞ্জু খান (২৫), পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কাকনা গ্রামের আব্দুস ছামাদের ছেলে মো. আরিফ হোসেন (৩৪) এবং ওয়ারেন্ডভূক্ত আসামী মির্জাপুর গ্রামের নবী উজ্জলের ছেলে মো. আবুল কালাম আজাদ।

থানা সূত্রে জানা যায়, নাগরপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনের নির্দেশে নাগরপুর থানার সেকেন্ড অফিসার এস আই সজল খান, মো. আয়নাল হক, এএসআই মো. হারুন অর রশিদ ও মো. শাহাদৎ হোসেন গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন স্থান থেকে ২২০পিছ ইয়াবা টেবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী ও একজন ওয়ারেন্ড ভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার মির্জাপুর গ্রাম থেকে ওয়ারেন্ডভূক্ত আসামী মো. আবুল কালাম আজাদকে, মাদক ব্যবসায়ী মো. আরিফকে ১৫০ পিছ ইয়াবা টেবলেটসহ মেঘনা ভুট্রোর ব্রীজ নামকস্থান থেকে, বাবনা পাড়া গ্রামের মো. গাজি মিয়ার বাড়ী থেকে জাকির হোসেনকে ৩০পিছ, আতিকুর রহমানকে ২০পিছ এবং সলিমাবাদ মধ্যপাড়া গ্রাম থেকে রঞ্জু খানকে ২০পিছ টেবলেটসহ মোট ২২০ পিছ ইয়াবা টেবলেটসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

(আরএসআর/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test