E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ওরসের তবারক খেয়ে অর্ধশতাধিক লোক অসুস্থ, হাসপাতালে ভর্তি

২০১৮ এপ্রিল ১৩ ১৬:৪৪:১৫
ওরসের তবারক খেয়ে অর্ধশতাধিক লোক অসুস্থ, হাসপাতালে ভর্তি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় ওরসের তবারক খেয়ে অন্তত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে পরেছে। এদের মধ্যে স্থনীয় ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। গুরুতর অসুস্থ চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের মোতালেব খানের তার স্ত্রী আকলিমা বেগম খাজা খানজাহান আলীর মুরিদ হওয়ার সুবাদে নিজের বাড়িতে খানজাহান আলীর নামে প্রতিবছরের ন্যায় বৃহস্পতিবার রাতে বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়।

ওই রাতে স্থানীয়রাসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত ও আশেকানরা ওরসের তবারক (খিচুড়ি) খেয়ে অন্তত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে পরে।

এদের মধ্যে বাগধা গ্রামের রেনু বেগম (৪৫), সবিতা খানম (৮), সূর্য বেগম (৬৫), সামিয়া আক্তার (৪), নিলুফা বেগম (৩৫), রেহানা বেগম (৪৫), শাহআলম মীর (৪৫), তৃতীয় শ্রেণীর ছাত্র লিমন খান (৮), ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র হাসিবুল হাওলাদার (১২), ৫ম শ্রেণীর ছাত্রী মিতু খানম (১০), ৪র্থ শ্রেণী ছাত্রী লিমা খানম (৯) ও মীম খানম (১৭)সহ ১৫ জনের নাম পরিচয় জানা গেছে। অন্যান্য অসুস্থরা অন্য এলাকায় হওয়ার কারণে তাদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর অসুস্থ ৪জনকে রাতেই পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছেন ওরসের আয়োজক মোতালেব খান।

মোতালেব খান অভিযোগ করেন, বাগধা বাজারের মুদি ব্যবসায়ি আনোয়ার মিয়ার দোকান থেকে সে সকল মুদি মালামাল ক্রয় করে। দোকানীর দেয়া ভেজাল বিষাক্ত তেল দিয়ে তবারক রান্নার কারণে সেই খাবার খেয়ে আগত ভক্ত ও আশেকানরা অসুস্থ হয়ে পরেছে।

থানা পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক মোল্লা জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করার কতঅ জানিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

(টিবি/এসপি/এপ্রিল ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test