E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরা-৪ : লেনিনকে মনোনয়ন দেয়ার দাবিতে শ্যামনগরে মিছিল-সমাবেশ

২০১৮ নভেম্বর ০৯ ১৭:৪৭:৪৮
সাতক্ষীরা-৪ : লেনিনকে মনোনয়ন দেয়ার দাবিতে শ্যামনগরে মিছিল-সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জিএম শফিউল আযম লেনিনকে সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন দেয়ার দাবিতে শ্যামনগরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

শুক্রবার সকালে উপজেলার ফুলতলা মোড় থেকে মিছিল বের হয়ে হায়বাতপুর মোড়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার আতিয়ার রহমান, সদস্য জিএম আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার মন্ডল, বুড়িগোয়লিনী ইউপি সদস্য জিএম আ: রউপ,গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমান,আটুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসান প্রমুখ ।

ফুলতলা মোড়ে সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা-৪ আসনে জিএম শফিউল আযম লেনিনই আওয়ামী লীগের যোগ্য প্রার্থী। দলের চরম দুঃসময়ে তিনি নেতা-কর্মীদের পাশে ছিলেন। অন্য নেতাদের সেসময় খুজে পাওয়া যায়নি। তাই এই আসনটিতে আওয়ামী লীগকে বিজয়ী হতে লেনিনকে মনোনয়ন দেওয়ার দাবী জানান নেতৃবৃন্দ।

(আরকে/এসপি/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test