E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাথরঘাটায় সেতু নদী গর্ভে, জনদুর্ভোগ চরমে

২০১৮ ডিসেম্বর ১৪ ১৭:৫৩:১৫
পাথরঘাটায় সেতু নদী গর্ভে, জনদুর্ভোগ চরমে

অমল তালুকদার, বরগুনা : বরগুনার পাথরঘাটা মাছেরখালে সেতু ধ্বসের ১৮দিন পরেও শুরু হয়নি নির্মাণ কাজ। ফলে জনদুর্ভোগ বেরেই চলছে। 

জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের একটি ভারী রোলার ওই সেতু দিয়ে পার হতে গিয়ে এই ধ্বসের ঘটনা ঘটে। গত ২৩ নভেম্বর শুক্রবার থেকে মাছেরখাল হয়ে কালমেঘা ইউনিয়নের প্রায় ৩ গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিশখালী-বলেশ্বর শাখানদের এই মাছেরখাল সেতুটি ধবংস হওয়ায় প্রতিদিন খেয়ায় পারাপার হতে গিয়ে নারী-শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মাছেরখাল বাজার কমিটির সভাপতি শিক্ষক সাইখুল আলম জানান, সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এবং উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন যৌথভাবে গুরত্বপুর্ন এই সেতুটি নির্মান করে দেবেন বলে তাদের আশ্বস্থ করেছেন।

তিনি বলেন, আমাদের দুর্ভোগ তো বেরেই চলেছে;জানিনা কত দিন লাগবে কাজ শুরু হতে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রকৌশলী মো.আজিজুর রহমান বলেন, এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান সমস্যাটি জেনেছেন, আশা করছি খুব শিঘ্রি-িই সেতুটির নির্মাণ কাজ শখুরু করতে পারব।

(এটি/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test