E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে ট্রাফিক পক্ষ উপলক্ষ্যে র‌্যালি

২০১৯ এপ্রিল ১৭ ১৮:৫৯:৩১
টাঙ্গাইলে ট্রাফিক পক্ষ উপলক্ষ্যে র‌্যালি

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে ‘ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনা রোধে সহায়তা করুন’ এই প্রতিপাদ্যে ট্রাফিক পক্ষ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার, ট্রাফিক ইন্সপেক্টর এশরাজুল হক। এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা সহ পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়।

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধ এবং জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী ‘ট্রাফিক পক্ষ’ পালন করা হচ্ছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়েছে, আগামি ৩০ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে।

(আরকেপি/এসপি/এপ্রিল ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test