E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈদের আগেই ঢাকা-রংপুর রুটে আরেকটি ট্রেন আসছে

২০১৯ জুন ২১ ০০:২৮:১০
ঈদের আগেই ঢাকা-রংপুর রুটে আরেকটি ট্রেন আসছে

রংপুর প্রতিনিধি : ঈদ-উল আযহার আগেই রংপুর-ঢাকা রুটে আরেকটি একটি নতুন ট্রেন সংযোজন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তার এই ঘোষণার পর রংপুরবাসীর মাঝে এখন আনন্দের বন্যা বইছে। 

রেলমন্ত্রী বলেন, বিভাগীয় শহর রংপুুর থেকে এখনও একটিমাত্র ট্রেন ঢাকা-রংপুরে চলাচল করছে যা দু:খ ও লজ্জাজনক। এই একটি ট্রেন দিয়ে রংপুর অঞ্চলের মানুষের চাহিদা পুরণ সম্ভব হচ্ছে না। ত্ইা আগামী কোরবানী ঈদের আগেই এখানে আরেকটি ট্রেন চালু করা হবে।

উল্লেখ্য, রেলপথে রংপুর থেকে ঢাকায় যাতায়াতের জন্য আগে দুটি এক্সপ্রেস ট্রেন চলাচল করলেও বিএনপি সরকার এখান থেকে একটি ট্রেন তুলে নেয়। ফলে তখন থেকে রংপুর এক্সপ্রেস নামে এই একটিমাত্র ট্রেন রাত্রীকালীণ চলাচল করে থাকে।

(এম/এসপি/জুন ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test