E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ছেলেধরা সন্দেহে গণপিটুনী রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে পাবনা জেলা পুলিশের মতবিনিময় সভা

২০১৯ জুলাই ২৫ ১৬:০৭:৩৪
ছেলেধরা সন্দেহে গণপিটুনী রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে পাবনা জেলা পুলিশের মতবিনিময় সভা

পাবনা প্রতিনিধি : দেশব্যাপী ছড়িয়ে পরা ছেলেধরা আতঙ্ক ও গণপটিুনী রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পাবনায় কর্মরত সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে পাবনা জেলা পুলিশ। 

আজ দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (পিপিএম বিপিএম)।

সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শামিমা আক্তারসহ জেলা পুলিশের উদ্ধতন কর্মকতা বৃন্দ।

পুলিশ সুপার বলেন, পাবনা জেলা পুলিশের সব ইউনিট ছেলেধরা আতঙ্ক ও গণপটিুনী রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত কয়েক দিনে পাবনার বিভিন্ন স্থান থেকে ছেলে ধরা সন্দেহে যাদের আটক করা হয়ছিল তদন্ত করে দেখা গেছে তাদের মধ্যে কেউ পরিত্যক্ত বোতল কুড়ানো, মানষিক রোগী, শ্রমিক।

(পিএস/এসপি/জুলাই ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test