E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাবনায় ঔষধ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা পকেট মার

২০১৯ জুলাই ২৭ ১৭:৫৭:৪১
পাবনায় ঔষধ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা পকেট মার

পাবনা প্রতিনিধি : পাবনা আজ বিকাল ৩.৩০ মিনিটের সময় পাবনা শহরের ব্যস্ততম এলাকা আব্দুল হামিদ রোডের মিজান ফার্মেসীর সামনে থেকে সাথিয়ার নারিয়াগদাই গ্রামের ঔসধ ব্যবসায়ী মো: শহিদুল ইসলাম মন্টুর কাছ থেকে ৫৫ হাজার টাকা পকেট মেরে নিয়েছে এক পকেটমার । 

প্রতিদিনের মত আজও মো: শহিদুল ইসলাম মন্টু ব্যাগে টাকা নিয়ে মিজান ফার্মেসী থেকে ঔষধ ক্রয়ের সময় পকেট মার শহিদুল ইসলাম মন্টুর কাছে থাকা ব্যাগ কেটে ৫৫হাজার টাকা নিয়ে চলে যায় । যা মিজান ফার্মেসীর দোকানের সিসিটিভি ক্যামেরায় সুস্পষ্ট ধরা পরে । পরে টাকা খোয়ানো ঔষধ ব্যবসায়ী মো: শহিদুল ইসলাম মন্টু পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করে । বিষয়টি তিনি সুষ্ঠ তদন্ত করে টাকা উদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্ট আকর্শন করেছে ।

(পিএস/এসপি/জুলাই ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test