E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা এবং রাস্তাঘাটা সংস্কারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

২০১৯ নভেম্বর ২৪ ২৩:২৩:২০
জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা এবং রাস্তাঘাটা সংস্কারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা এবং রাস্তাঘাটা সংস্কারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেল ৫টায় সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ডের মধুমোল্লারডাঙ্গী উন্নয়ন কমিটি ও নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্বে করেন হাজী মোঃ মহসীন।

মানবন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল, আশরাফ আলী, শাহিনুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি নাশকতা মামলার আসামী শেখ নূরুল হক।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা প্রথম শ্রেণির পৌরসভায় হয়ে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সামান্য বৃষ্টিতেই পৌরসভার মধ্যে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। সে বিষয়ে পৌর কর্তৃপক্ষ উদাসীন থাকেন। মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত।

পৌরসভার রাস্তাঘাটগুলোও চলাচলের অনুপযোগী। চরম ভোগান্তিতে জীবন যাপন করছে সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দারা। বক্তারা অবিলম্বে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কারসহ সুপেয় পানির ব্যবস্থান নিশ্চিত করার দাবি জানান।

(আরকে/এসপি/নভেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test