E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পদ্মাসেতু এ অঞ্চলের মানুষের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে’

২০১৪ আগস্ট ০৬ ১৭:৫৯:২৬
‘পদ্মাসেতু এ অঞ্চলের মানুষের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে’

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, পদ্মাসেতু এ অঞ্চলের মানুষের উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করবে। মাওয়ায় পদ্মাসেতু হলে এ অঞ্চলের মানুষের একদিকে নদীপথে পার হতে গিয়ে যে প্রানহানি ঘটে তা থাকবেনা।

অন্যদিকে এ অঞ্চলের মানুষেরও ভাগ্যউন্নয়নে এ সেতু ব্যাপক ভুমিকা পালন করবে। ড্যান মজিনা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এ অঞ্চলের পাটশিল্পকে কাজে লাগাতে হবে। ফরিদপুর হল পাটের রাজধানী। পাটকে কাজে লাগিয়ে ও বস্ত্র শিল্পকে এগিয়ে নিতে হলে এদেশের মানুষকেই কষ্ট করে এগিয়ে যেতে হবে। এ দেশের মানুষের মাঝে অপার সম্ভাবনা রয়েছে। এটাকে কাজে লাগিয়ে চীন ও অন্য রাষ্ট্রকে ডিঙ্গিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১ টায় মুজিব সড়কের চেম্বার ভবনে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেম্বার সভাপতি আওলাদ হোসেন বাবরের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইউএস এইডের ঢাকা মিশন ডিরেক্টর জানিনা জারজিলস্কি, বিসিসিআই এর সাবেক সভাপতি ও শিল্পপতি একে আজাদ, এইচ গ্র“পের কর্মকর্তা ডিকে বড়–য়া প্রমুখ। এ সময় সভায় উপস্থিত ছিলেন ড্যান মজিনার স্ত্রী গ্রেস মজিনা। এর আগে ড্যান মজিনার হাতে শুভেচ্ছা ক্রেষ্ট তুলে দেন চেম্বারের সভাপতি আওলাদ হোসেন বাবর।
পরে দুপুর সোয়া ২ টার দিকে ড্যান মজিনা ফরিদপুর শহরের অম্বিকাপুর ইউনিয়নে পল্লীকবি জসীম উদ্দীনের বাড়িতে যান। সেখানে তিনি কবির সংগ্রহশালা ঘুরে দেখেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ের কথা রয়েছে।
(আরইআর/এএস/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test