E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁ মেধাবী ছাত্রী ফাতেমা তুজ জহুরাকে সংবর্ধনা প্রদান

২০১৪ আগস্ট ০৬ ১৮:৩২:৪৮
নওগাঁ মেধাবী ছাত্রী ফাতেমা তুজ জহুরাকে সংবর্ধনা প্রদান

নওগাঁ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগ থেকে প্রথম শ্রেনীতে প্রথম হওয়ার গৌরব অর্জনকারিনী ফাতেমা তুজ জহুরাকে নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত পল্লী বান্দাইখাড়া গ্রামে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে সম্পূর্ন পারিবারিক পরিবেশে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এলাহী বক্স, প্রভাষক সামান আলী, সাংবাদিক এমআর ইসলাম রতন, শক্ষক জিন্নাহ মাষ্টার, আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আকবর আলী, ব্যবসায়ী আবু সাঈদ, জুলফিকার আলী উজ্জল ও ফাতেমা তুজ জহুরার বাবা আলহাজ্ব নবাব আলী নান্নু ।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গবেষনা কর্মকর্তা আলহাজ্ব নবাব আলী ও গৃহিনী আলহাজ্ব মর্জিনা বেগম বেবীর চার মেয়ের মধ্যে ফাতেমা তুজ জহুরা সেজ। তিনি ২০০৪ সালে আত্রাইয়ের বান্দাইখাড়া হাই স্কুল থেকে জিপিএ-৫ নিয়ে এসএসসি, ২০০৬ সালে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, ২০১১ সালে ঢাবা বিশ্ব বিদ্যালয় থেকে পরিসংখ্যান, প্রান পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিষয়ে অর্নাস এবং একই বিষয়ে একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে তিনি প্রথম শ্রেনীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা হিসাবে কর্ম জীবন শুরু করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক নবাব আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার অনেক আশা ছিল গ্রামের মানুষ বিশেষ করে বান্দাইখাড়া স্কুলের পক্ষে আমার মেয়েকে জাকঁ-জমকপূর্নভাবে সংবর্ধনা দিবে। কিন্তু তারা কেউ এগিয়ে আসেনি। ফাতেমা তুজ জহুরা বলেন, আমার পড়া লেখার পিছনে সবচেয়ে বেশী আমার বাবার অবদান রয়েছে। আমি নিজেকে অনেক সৌভাগ্যমান মনে করছি। কারন আমাকে সংবধির্ত করতে আত্মীয়-স্বজনরা এগিয়ে এসেছে। তরুনী এই শিক্ষিকা দেশ ও জাতির কাজে লাগে এমন কিছু গবেষণা মূলুক কাজ করার ইচ্ছা পোষন করেন।

(বিএম/এটিআর/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test