E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার দুই দিনেও সন্ধান মেলেনি ভাটা শ্রমিক সাঈদুরের

২০২০ ফেব্রুয়ারি ১০ ১৮:৩৬:৫৯
পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার দুই দিনেও সন্ধান মেলেনি ভাটা শ্রমিক সাঈদুরের

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার দু’ দিনেও সন্ধান মেলেনি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন ধুলণ্ডা গ্রামের গ্রামের ভাটা শ্রমিক সাঈদুর গাজীর (৪০)। রবিবার সকাল সাড়ে ১১ টার তালা থানার জেঠুয়া বাজার থেকে মোটর সাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। সাঈদুর রহমানের বাবার নাম আমজেদ গাজী। ।

তালা থানার ধুলন্ডা গ্রামের সেলিনা খাতুন জানান, তার স্বামী সাঈদুর রহমান একজন ভাটা শ্রমিক। গত এক সপ্তাহ আগে সে গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে ভাটা থেকে বাড়ি আসে। সামান্য সুস্থ হয়ে রবিবার সে ভাটায় যাওয়ার প্রস্তুতি নেয়। তারই অংশ হিসেবে রবিবার সকাল ১১ টার দিকে রেজাউলের মোটর সাইকেলে বাড়ি থেকে জেঠুয়া বাজারের রনির দোকানে যেয়ে ভাই ইব্রাহীমকে বিকাশে তিন হাজার টাকা পাঠায়।

এরপরপরই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তালা থানার উপপিরিদর্শক মিজানুর রহমান ও সহকারী উপপরিদর্শক সেলিম তাকে পিছন দিক থেকে জামার কলার ধরে মোটর সাইকলে তুলে নিয়ে যায় বলে তার ভাসুর ভ্যান চালক খলিলুর রহমান, লিয়াকত অলী ও আমিনুর রহমান তাকে জানায়।

খবর পেয়ে তিনি তালা থানা, খলিলনগর পুলিশ ফাঁড়ি, সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যালয়, তালা হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছেন। উপপরিদর্শক মিজানুর রহমান ও সহকারি উপপরিদর্শক সেলিমের সঙ্গে যোগাযোগ করেও সোমবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান দেননি তারা।

জানতে চাইলে সোমবার বিকেল ৫টার দিকে উপপরিদর্শক মিজানুর রহমান জানান, তিনি ট্রেনিং শেষে কয়েকদিন আগে তালায় এসেছেন। এখনো পোষ্টিং হয়নি। সাঈদুরকে আটকের খবর তার জানা নেই।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল সোমবার বিকেল ৫টায় সাংবাদিকদের জানান, এ ধরনের আটকের খবর তার কাছে নেই। তবে পাটকেলঘাটা থানায় খোঁজ নেওয়ার জন্য বলেন তিনি।

তবে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ বলেন, এ ধরণের খবর তার জানা নেই।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২০)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test