E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুবর্ণচর উপজেলা সমিতি’র ‘সুবর্ণ মেলা ২০২০’ অনুষ্ঠিত 

২০২০ ফেব্রুয়ারি ২৯ ১৭:০৪:৫৫
সুবর্ণচর উপজেলা সমিতি’র ‘সুবর্ণ মেলা ২০২০’ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার : সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও জমকালো আয়োজনে অনু্ষ্িঠত হলো সুবর্ণ মেলা ২০২০।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)সকাল ১০ টায় বন্দর নগরী চট্রগ্রামে অবস্থিত শুকতারা চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পিকনিক স্পটে সকল নারীরুষদের নিয়ে খেলাধুলা, নাচ, নৃত্য, গুনীজন সংবর্ধনা, আলোচনা সভা, মেজবানি, র‌্যাফেল ড্র, স্মরণিকা প্রকাশ, পুরস্কার বিতরন, নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন, নব দম্পত্তিদের মাঝে ক্রেস্ট বিতরণ, মেধাবী শিক্ষাথীদের সম্মাননা, সাহসী যুবকদের মাঝে সম্মাননা প্রদান ও জমকালো সাংস্কৃতিক সন্ধার মধ্যে দিয়ে অনু্ষ্িঠত হলো সুবর্ণচর উপজেলার সকল শ্রেনী পেশা মানুষের প্রানের উৎসব "সুবর্ণ মেলা" ২০২০ ।

এ সময় “সুবর্ণচর উপজেলা সমিতি চট্রগ্রাম” এর সভাপতি আবু জাফর মোঃ ওমর ফারুক সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো: অহিদুর রহমান নয়নের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী (সেলিম) , বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সভাপতি, এডভোকেট ওমর ফারুক, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ চৌধুরী, চরক্লার্ক ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, চর আমান উল্লাহ চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমূখ।

এছাড়াও সুবর্ণচর উপজেলা চট্রগ্রাম এর নেতৃবৃন্দসহ সুবর্ণচর থেকে আগত নেতৃমৃন্দ বক্তব্য রাখেন । বক্তরা সুবর্ণচর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং নিজ গ্রামের মানুষদের এক সাথে পেয়ে সবাই খুশিতে মেতে ওঠেন । এক সুযোগে একে অন্যের সুখ-দুঃখের খোঁজ খবর নিয়ে একাকার হয়ে যায়। পুরো কমিউনিটি সেন্টার জুড়ে যেন শুধু সুবর্ণচরের গুঞ্জন। এ যেন ব্যস্ততম চট্টগ্রাম শহরের বুকে একখন্ড প্রিয় সুবর্ণচর।।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৯, ২০২০)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test