E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরার ফখরুদ্দীনের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগের তদন্ত সম্পন্ন

২০১৪ এপ্রিল ১৮ ১৩:৩৮:১৪
সাতক্ষীরার ফখরুদ্দীনের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগের তদন্ত সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বদলীকৃত বিচারক মোঃ ফখরুদ্দীনের বিরুদ্ধে আইনজীবী সমিতির আনীত অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। খুলনা জেলা ও দায়রা জজ মো. সালাহউদ্দিন আহম্মদ বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাতক্ষীরা জজ আদালতের সহকারি জজ আদালত -১ এর খাস কামরায় বসে এ শুনানী গ্রহণ করেন। আইনজীবী ও ক্ষতিগ্রস্ত বিচারপ্রার্থীরা এ শুনানীতে অংশ গ্রহণ করেন।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফকরুদ্দীনের বিরুদ্ধে নারী বিচারপ্রার্থীদের সঙ্গে বিচারিক সুবিধা প্রদানের নামে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা, আইনজীবীদের সঙ্গে অশালীন মন্তব্য ও ঘুষের বিনিময়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগসমূহ আদালতপাড়ায় সকলের মুখে মুখে স্থান পায়। এসবের প্রতিবাদ ও ওই বিচারককে অপসারনের দাবিতে জেলা আইনজীবী সমিতি গত ১৭ নভেম্বর তাদের কার্যালয়ে এক সাধারণ সভা আহবান করে। সভায় অনিদ্দিষ্টকালের জন্য ওই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরদিন আদালত বর্জন কার্যক্রম চলাকালে পুলিশ প্রহরায় কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরেরএকটি বোবা মেয়ে ধর্ষণ মামলার তদন্তকারি কর্মকর্তা বাগেরহাট সদর থানায় কর্মরত উপপরিদর্শক আজগার আলীর গোপনে জবানবন্দি গ্রহণের চেষ্টা চালান বিচারক মো. ফখরুদ্দীন। এখবর পেয়ে আইনজীবীরা ওই আদালতের বারান্দায় সম্মিলিতভাবে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। রাতে ওই বিচারক বাদি হয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, সাধারন সম্পাদক অ্যাড. আব্দুস সাত্তারসহ ১৭ জন আইনজীবীর নাম উল্লেখ করে আদালতের দরজা জানালা ভাঙচুর করার অভিযোগে সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

২৬ নভেম্বর পুলিশ ওই মামলার এজাহারভুক্ত আসামীদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ৩০ নভেম্বর পর্যন্ত আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ, অনশন কর্মসূচি ও এক দিন তিন ঘণ্টার জন্য সকল আদালত বর্জনের মত কর্মসূচি পালন করে। অবশেষে আইনজীবীদের অভিযোগের প্রেক্ষিতে আইন মন্ত্রনালয় ওই বিচারকের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য খুলনা জেলা ও দায়রা জজ সালাউদ্দিন আহম্মদকে দায়িত্ব দেন। এরমধ্যে গত ২৪ জানুয়ারি মোঃ ফখরুদ্দীনকে স্বাভাবিক নিয়মে বদলী করা হয়।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম প্রাথমিক তদন্তে কতজন আইনজীবী ও বিচারপ্রার্থী মো. ফখরুদ্দীনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তা নিশ্চিত করতে পারেননি।


(আরকে/এটি/ এপ্রিল ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test