E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

হাতিয়ায় ঝড়ে শতাধিক ঘরবাড়ী বিদ্ধস্ত, বজ্রপাতে আহত ৪

২০২০ মে ২৮ ১৭:২৭:৩০
হাতিয়ায় ঝড়ে শতাধিক ঘরবাড়ী বিদ্ধস্ত, বজ্রপাতে আহত ৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ও বুড়িরচর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে ঝড়ে চারটি গ্রামের অন্তত শতাধিক কাচা ঘর-বাড়ী বিধস্ত হয়েছে। এসময় বজ্রপাতে শিশুসহ চারজন আহত হয়েছে।

আহতরা হচ্ছেন, সোনাদিয়া ইউনিয়নের কেঞ্জাখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে প্রিয়া বেগম, একই এলাকার জামাল উদ্দিনের ছেলে পিহাদ উদ্দিন , জামাল উদ্দিন ও আব্দুল মন্নান । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের আঘাতে সোনাদিয়া ও বুড়িরচড় ইউনিয়নে গ্রামের শতাধিক কাচা ঘরবাড়ী বিধস্ত হয়। এছাড়াও কয়েকটি ঘরের উপরের চাল বাতাসে উড়ে চলে গেছে। এসময় ছুঁটোছুঁটি করতে গিয়ে বজ্রপাতে ৪জন আহত হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, কালবৈশাখী ঝড়ে সোনাদিয়ার ও বুড়িরচরে কয়েকটি গ্রামের শতাধিক কাচা ঘর-বাড়ী ও গাছ পালা বিধস্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্থদের তালিকা করতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/মে ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test