E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রংপুরে অনুমোদনহীন ৪টি হাসপাতাল সিলগালা, এক মালিকের দণ্ড

২০২০ জুলাই ২৫ ২৩:৪৩:০৯
রংপুরে অনুমোদনহীন ৪টি হাসপাতাল সিলগালা, এক মালিকের দণ্ড

মানিক সরকার মানিক, রংপুর : রংপুরে অনুমোদনহীন ও নিয়ম বহির্ভূতভাবে হাসপাতাল খুলে এবং চিকিৎসা সেবার নামে প্রতারণার অভিযোগে চারটি বেসরকারী ক্লিনিকে ১ লাখ টাকা জরিমানা করে ক্লিনিক ৪টি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে এক ক্লিনিক মালিককে গ্রেফতার ও ১ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ওই আদালতের ম্যাজিষ্ট্রেট। 

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আখি সরকারসহ মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত ওই আদালত নগরীর নগরীর চিকিৎসা কেন্দ্র বলে পরিচিত ধাপ এলাকায় অভিযান করে এই জরিমানা ও সিলগাল করে।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে সেবা হাসপাতাল নামের এক ক্লিনিকে সিলগালা এবং সেখান থেকে রফিকুল ইসলাম নামের এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে ৩ মাসের কারাদন্ডাদেশ একই আদালত।

জানা গেছে, ভ্রাম্যমান আদাতলেতর এই দলটি ধাপ এলাকার মা-বাবা হাসপাতাল, রংপুর স্পেশালাইজড হসপিটাল, কমফোর্ট হাসপাতাল এবং পপুলার জেনারেল হাসপাতাল নামের এই ৪টি ক্লিনিকে আকষ্মিক অভিযান চালায়। এ সময় তারা দেখতে পান, খলিলুর রহমান সোহেল নামের এক ব্যক্তি অনুমোদনহীনভাবে মা-বাবা হাসপাতাল নামের একটি হাসপাতাল পরিচালনা করে আসছেন। ওই হাসপাতালে ডা. রওশন নামের একজন চিকিৎসক ৬ মাস আগে মৃত্যুবরণ করলেও তার নামের প্যাডে ব্যবস্থাপত্র দেয়া হচ্ছিল।

এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাসপাতালের মালিক সোহেলকে গ্রেফতার এবং ১ মাসের কারাদন্ডাদেশ ছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা করে হাসপাতালটি সিলগালা করা হয়। পরে রংপুর স্পেশালাইজড হসপিটালে অভিযান চালিয়ে ওই সেখানেও কোন বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা ও মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে কমফোর্ট হাসপাতালেরও বৈধ কাগজপত্র না থাকায় সিটিপ সিলগালার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়। এ ছাড়া অনুমোদনহীন এবং সিভিল সার্জনের নিষেধাজ্ঞা অমান্য করে পপুলার জেনারেল হাসপাতাল পরিচালনার অভিযোগে হাসপাতালটি সিলগালা ও এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

(এমএস/এসপি/জুলাই ২৫, ২০২০)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test