E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

২০১৪ আগস্ট ১৪ ১৬:১০:০০
জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯-তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার ১৫ আগষ্ট সকাল ১০ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন।

জেলা প্রশাসকের কাছে প্রেরিত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার সেখ আকতার হোসেন স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ৯টা ৫ মিনিটে তেজগাঁও বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৯টা ১৫ মিনিটে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদেশ্যে যাত্রা করবেন। সকাল ৯টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। সকাল ১০টা থেকে ১০ টা ৫৫ মিনিটের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে অনার গার্ড প্রদান করবেন।
বেলা ১১টা থেকে ১১টা ২৫ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নিবেন। রাষ্ট্রীয় এ কর্মসূচী শেষে বেলা সাড়ে ১১ টায় তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। শোক দিবসের এ কর্মসূচীতে প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পীকার, মন্ত্রী পরিষদের সদস্যগণ, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামরিক ও বে-সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
জাতীয় শোক দিবসকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপে¬ক্সে সৌন্দর্য বর্ধন, ধোয়া-মোছা ও মিলাদ মাহফিলের স্থান তৈরির কাজ শেষ হয়েছে। জেলার বিভিন্ন রাস্তা-ঘাটে ব্যক্তি উদ্যোগে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। সড়কের পাশে কালো পতাকা দিয়ে শোকের আবহ সৃষ্টি করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সোলায়মান বিশ্বাস বলেছেন, শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচী সফল করতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের পক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ সারা জেলায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কসহ বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় শোক দিবসের কর্মসূচীতে মেজবানীর (কাঙালী ভোজ) আয়োজন করেছে চট্রোগ্রাম মহানগর আওয়ামীলীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারন সম্পাদক আ জ ম নাসির উদ্দিন উপস্থিতিতে মেজবানীতে ৩৫ হাজার লোককে খাওয়ানো হবে। এ উপলক্ষে ২৫ টি গরু, ৭টি ছাগল ও দেড় হাজার মুরগী সংগ্রহ করা ছাড়া সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও টুঙ্গিপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস জানিয়েছেন।
(এমএইচএম/এএস/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test