E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ছড়া পাঠ

২০২০ নভেম্বর ১৫ ১৩:২৩:১৬
মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ছড়া পাঠ

রাজবাড়ী প্রতিনিধি : কালজয়ী উপন্যাসিক ও বিখ্যাত গ্রন্থ বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনী নিয়ে আলোচনা সভা, ছড়া পাঠ উৎসব অনুষ্টিত হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৪টি নাট্য ও সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে।

শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে এ আলোচনা সভা ও ছড়া পাঠের আয়োজন করা হয়। আলোচনা সভায় মীর মশাররফ হোসেন প্রথম মুসলিম উপন্যাসিক, সাংবাদিক, নাট্যকার, কবি, লেখক এবং বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু সহ জমিদার দর্পন, বসন্ত কুমারী, প্রহসন, গাজী মিয়ার বোস্তামি, রত্নাবতী, আমার জীবন, সবেমেরাজসহ ৪২টি বইয়ের অনুসন্ধান করেন এবং তিনিই প্রথম মুসলিম সাংবাদিকতার প্রবর্তন করেন বলে জানান বক্তারা।

কালজয়ী এ লেখক ১৮৪৭ সালের ১৩ নভেম্বর জন্ম গ্রহন করেন এবং ১৯১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে মৃত্যুবরন করেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা স্বারক হিসেবে চারটি নাট্য সংগঠন, মরি মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ,রাজবাড়ী কলেজ থিয়েটার, স্বদেশ নাট্যাঙ্গন ও আবুল হোসেন কলেজ থিয়েটার’ক্রেস্ট প্রদান করা হবে। মীরের লেখা বই নিয়ে স্টল বসেছে শিল্পকলা একাডেমির দ্বীতীয় তলায়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মীর মশাররফ হোসেন স্মৃতি স্তম্ভের আবিস্কারক, মীরমশাররফ হোসেন স্মৃতি সংসদের প্রধান উপদেস্টা ও প্রফেসর ড.ফকির আব্দুর রশিদ-মীরের জীবনী ও তার সাহিত্য কর্মেও অবদান স্বরুপ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় মীরমশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ছালাম তাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখের রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার কর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসিম কুমার পাল, ফরিদপুর বনমালা সাহিত্য পরিষদেও সভাপতি কবি আবু জাফর দিলু ও স্বাগত বক্তব্য রাখের অনুষ্ঠঅন উদযাপন কমিটির আহবায়ক ও আবুল হোসেন কলেজের শিক্ষক রশিদ আল কামাল, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস প্রমূখ।

(একে/এসপি/নভেম্বর ১৫, ২০২০)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test