E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাইয়ের ফাঁসি

২০২০ ডিসেম্বর ০৬ ১৭:১৬:৫৯
বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাইয়ের ফাঁসি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে ঘুমন্ত বড় ভাইকে কুপিয়ে হত্যা মামলায় ছোটভাই সুমনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলার রায়ে আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন বিচারক।

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খান এ দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এড. নির্মল কান্তি ভদ্র জানান, সরিষাবাড়ির রুদ্র বয়ড়া গ্রামের শামছুল হকের ছেলে সেজনু মনির তার ব্যবসার দায়িত্ব ছোটভাই সুমনকে না দিয়ে মামা শ্বশুরকে দেন। এতে ছোট ভাই সুমন ক্ষিপ্ত হন।২০১৫ সালের ১৭ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় বড় ভাই সেজনুকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সুমন। পরিবারের লোকজন সেজনুকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানা শারমিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন । মামলায় মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার একমাত্র আসামি সুমনের বিরুদ্ধে হত্যা অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ৩০২ ধারায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।

একই মামলার ৪৪৮ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি সুমনকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এড. নির্মল কান্তি ভদ্র।

(আরআর/এসপি/ডিসেম্বর ০৬, ২০২০)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test