E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কিশোরগঞ্জ রেলস্টেশনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে

২০১৪ আগস্ট ২০ ১৬:৫২:৪১
কিশোরগঞ্জ রেলস্টেশনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে

কিশোরগঞ্জ প্রতিনিধি : রেলের অবৈধ দখলদারদের অবশ্যই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা প্রণবেশ সরকার। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ রেলস্টেশনে রেল সম্পর্কে যাত্রী ও সাধারণ মানুষের কাছ থেকে গণশুনানী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেল কর্মকর্তা আরো বলেন, গণশুনানীকালে তিনি রেলের নানা বিষয়ে অভিযোগ পেয়েছেন। এ সকল অভিযোগ লিপিবদ্ধ করে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
যাত্রী সেবার মান উন্নয়নসহ রেলের সমস্যা সমাধানের লক্ষ্যে কিশোরগঞ্জসহ ১৬ টি স্থানে এ গণশুনানীর আয়োজন করা হয়েছে।
গণশুনানীতে স্থানীয় বাসিন্দাসহ যাত্রীদের অনেকেই বিভিন্ন সমস্যার কথা কর্মকর্তাদের কাছে তুলে ধরে প্রতিকার দাবি করেন। কেউ কেউ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ হয়ে ঢাকা পর্যন্ত একটি আন্ত:নগর ট্রেন চালু, অবৈধ স্থাপনা ও কালোবাজারি উচ্ছেদ, ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বিভিন্ন দাবি জানান।
এ সময় রেলওয়ের পরিবহন পরিদর্শক (বাণিজ্যিক) হামিদুল ইসলাম খান, স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার উপস্থিত ছিলেন।
(পিকেএস/এএস/আগস্ট ২০, ২০১৪)



পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test