E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে অনুর্ধ্ব ১৮ বৎসর টেবিল টেনিস অনাবাসিক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

২০১৪ আগস্ট ২০ ১৭:৩৪:১৫
গোপালগঞ্জে অনুর্ধ্ব ১৮ বৎসর টেবিল টেনিস অনাবাসিক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় ক্রীড়া পরিষদের জেলা পর্যায়ে অনুর্ধ ১৮ বৎসর টেবিল টেনিস অনাবাসিক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মমূচীর আয়োজন করা হয়।

আজ বুধবার শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামের হল রুমে আয়োজিত এ টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
জেলা টেবিল টেনিস এর উপ-কমিটির আহবায়ক আশিকুল হক শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান, প্রশিক্ষক মো. হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান মানি, জেলা ক্রীড়া কর্মকর্তা ফিরোজুল হাচান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন স্কুলের ৫০ জন শিক্ষার্থী টেবিল টেনিসের এ প্রশিক্ষণ নিবেন। সেখান থেকে সেরা ২০ খেলোয়াড় বাছাই করা হবে। এ প্রশিক্ষণ চলবে ১৫দিন পর্যন্ত।
(এমএইচএম/এএস/আগস্ট ২০, ২০১৪)



পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test